চট্টগ্রামে ইউএনও-ম্যাজিস্ট্রেটসহ ১১১ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ১১১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১৭৯ টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৭০টি নমুনা পরীক্ষা করে উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জনের দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মঙ্গলবার (৯ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব ও কক্সবাজারে ৪৮৫ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১১১ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪২৭৮ জন।

সিভাসুর প্রকাশিত ফলাফলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, বাকলিয়া সার্কেলের এসিল্যান্ড আশরাফুল হাসান ও তার স্ত্রীর করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১০০ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৪ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *