করোনায় জীবন দিলেন পুলিশের ২০তম সদস্য ইন্সপেক্টর জলিল

করোনায় জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য। তিনি কুড়িগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর মো. আব্দুল জলিল (৫৫)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে করোনাক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বুধবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতর।

পুলিশের ব্যবস্থাপনায় মৃত পুলিশ সদস্যের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিনি নওগাঁ জেলার আত্রাই থানার দীপ চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ২০ জন সদস্য জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *