মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ের নয় দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে গুলিতে নিহত ডাকাত সদস্যের পরিচয় নিশ্চিত করেছে র্যাব কার্যালয়।
বৃহস্পতিবার (১১ জুন) রাত আট টায় র্যাবের চট্টগ্রাম কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে তার পরিচয় প্রকাশ করা হয়।
নিহত ডাকাত সদস্যের নাম জসিম উদ্দিন(৩১) সে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার মসজিদা মোল্লাপাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে।
নিহত ডাকাত সদস্য জসিমের বিরুদ্ধে ফেনী সদর থানায় দুটি ও চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে ২ টি হত্যা মামলা, ৪ টি ডাকাতির মামলা এবং ১ টি চুরির মামলা রয়েছে।
সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা চট্টগ্রাম-মহাসড়কে নিয়মিত ছিনতাই ও ডাকাতির করে অসছিলো। এছাড়া ডাকাতির সময় দুটি হত্যার সাথে জড়িত নিহত ডাকাত জসিম।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply