এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

করোনা আক্রান্ত হলেন ইয়াসমিন পারভীন তিবরীজি

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের আরো এক উচ্চ পদস্থ কর্মকর্তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপ পরিচালক, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি।

আজ ১২ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রকাশিত করোনা পরীক্ষার যে ফলাফল প্রকাশকরা হয়েছে তার মধ্যে করোনা পজেটিভ তালিকায় তিনিও একজন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি গত ৩ জুন চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ ১২ জুন সিএমসি ল্যাব থেকে জানানো হয় তার করোনা পজেটিভ।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো জানিয়ে জেলা প্রশাসন সূত্র জানায় অল্প কাশি ও জর থাকলেও অন্য কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *