চট্টগ্রামে আরও ২২২ জনের করোনা শনাক্ত,আক্রান্ত বেড়ে ৪৮১৫

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামে নতুন করে আরও ২২২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৬২ জন এবং উপজেলায় ৬০ জন।

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৫ টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২২ জন এবং উপজেলায়া ২৩ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৪৮ টি নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১২৯ জন এবং উপজেলায়া ০৮ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জনই নগরের।

ইমপেরিয়াল হাসপাতালের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সবাই উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তকৃত সবাই উপজেলার বাসিন্দা।

শুক্রবার (১২ জুন) দিন গত রাত তিনটায় চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ৮৭৪ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৪৮১৫ জন। এর মধ্যে নগরে ৩৩৫৯ জন এবং উপজেলায় ১৪৫৬ জন।

উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া ৩, সাতকানিয়া ১, আনোয়ারা ১, চন্দনাইশ ২, পটিয়া ৭, বোয়ালখালী ১, রাউজান ৫, ফটিকছড়ি ৬, হাটহাজারী ২৫ এবং সীতাকুণ্ড ১০ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১১১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৮৬ এবং উপজেলায় ২৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩১ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *