কবিতাঃমহামারি
লেখক:আবু সালেহ
বিশ্ব মাঝে চলছে আজ শুধুই আহাজারি,
সবার মুখে একই কথা আসলো মহামারী।
ধনী গরীব নাই বা বুঝে প্রাণ নিয়ে দেয় পারি,
শোকের জোয়ারে বিশ্ব আজ করছে হাহাকারি।
সন্তান আজ নিতে নারাজ পিতার লাশের দায়,
মরার পরও পাচ্ছে না লাশ, স্নেহময়ী শেষ বিদায়।
লাশ ফেলে গেলে, বেওয়ারিশ বলে করছে রাষ্ট্র দাফন,
লাশের ভাগ্যে রয়েছিল বুঝি, গণকবরের কাফন!
কিসের সাজ কিসের কাজ জীবন বাঁচাতে ব্যস্ত,
তাইতো সবাই চাচ্ছে ক্ষমা, স্রষ্টার কাছে তুলে দুই হস্ত।
জীবিকা ছাড়া জীবন কি চলে? চিন্তায় ভার ললাট,
কর্মক্ষেত্রে কর্মীরা নাই, লোকালয়ে বদ্ধ রয়েছে কপাট।
ধর্ম মতে সমাজ যখন অন্যায় অবিচারে লিপ্ত,
যুগে যুগে মহামারি আসে, রুপ নেয় হয়ে ক্ষিপ্ত।
এসো রাষ্ট্রের আইন করে মান্য চলি ন্যায়ের পথে,
দোয়া চাই যেন স্রষ্টা তাহা থামিয়ে দেন নিজ হাতে।
কবি:শিক্ষার্থী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সিভিল)
সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ৷
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply