২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সদ্য নিযুক্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার জেবু। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৩ জুন) রাত পৌণে ১২টার সময় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্বাস্থ্য সচিবের একান্ত সচিব (উপসচিব) খন্দকার জাকির হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
জানা যায়, করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর গত ১১জুন বৃহস্পতিবার সচিব মো. আব্দুল মান্নানের স্ত্রী কামরুন্নাহারকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার রাতে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কিশোরগঞ্জের আলোচিত সন্তান আব্দুল মান্নান চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের সংসারে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply