সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডের সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকায় কেডিএস লজিস্টিকে লরীর ধাক্কায় মোঃ এমদাদ (২৭) নামের একজন নিহত হয়েছে।
আজ সোমবার (১৫ জুন) ভোর ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত এমদাদ কেডিএস লজিস্টিক লিমিডেটের আওতাধীন লোডস্টার কোম্পানির সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, কেডিএস লজিস্টিক থেকে একটি লরী বের হওয়ার সময় এমদাদকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের বাড়ি বরিশাল বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেডিএস লজিস্টিকের শিফট ম্যানেজার মোঃ জামান।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply