২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কলেজে পড়ার পাশাপাশি পরিবারকে সহায়তা করতে চাকরি করতেন সামাইরা স্নেহা শারমিন। যাচ্ছিলেন মায়ের জন্য ঔষধ কিনতে। ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। পাশাপাশি ভেঙ্গে গেল একটি পরিবারের স্বপ্ন।
মঙ্গলবার রাত ১১টার দিকে ফ্লাইওভার থেকে জিইসি মোড়ের দিকে নামার লুপে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান সামাইরা স্নেহা শারমিন। একই ঘটনায় আহত হয়েছেন সহকর্মী এক যুবকও। তিনি এখনও সংকটাপন্ন।
স্নেহার আত্মীয় আকিবুল জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওই লুপ দিয়ে জিইসি মোড়ের দিকে নামার সময় স্যানমার ওশান সিটির সামনে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্নেহা।
তিনি বলেন,রবি কল সেন্টারে কাজ করে শারমিন। রাতে অফিস শেষ করে স্নেহা তার এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে নেমে মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়ার কথা ছিল। কথা ছিলো মায়ের জন্য ওষুধ কিনে ঘরে ফিরবেন স্নেহা।
কিন্তু সেই ওষুধ কেনা হলো না তার। অফিস থেকে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে করে ওষুধ কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন ‘রবি’র কল সেন্টারে চাকরি করা ইসলামীয়া কলেজের চতুর্থ বর্ষের এই ছাত্রী। আরো পড়ুন : ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা
চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় শারমিন আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করে পাচলাইশ থানার ওসি আবুল কাশেম বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একইসঙ্গে আহত মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।
২৪ ঘণ্টা/আলীউর রহমান
Leave a Reply