হাটহাজারী পৌর সদরের ৩০ টি অসচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ভালবাসার উপহার বিতরণ করেছে শায়েস্তা খাঁ পাড়া একতা সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় হাটহাজারী পৌর সদরের শায়েস্তা খাঁ পাড়া, আলীপুর সহ বিভিন্ন এলাকায় অস্বচ্ছল এবং করোনা আক্রান্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন অত্র সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
উক্ত ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় মুদি পণ্যের পাশাপাশি কাচাঁবাজারও ছিল।
সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া উদ্দেশ্য নিয়ে সদ্য যাত্রা শুরু করা এ সংগঠনটি ইতোমধ্যে করোনা সচেতনতা এবং গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ বেশ কিছু কর্মসূচী হাতে নিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মো: পারভেজ।
এদিকে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সংগঠনের সভাপতি মো: হান্নান এবং সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন ত্রাণ সামগ্রী বিতরণ উপ-কমিটির আহ্বায়ক মো: আইয়ুব খান, যুগ্ম আহ্বায়ক মো: এরশাদ, সদস্য সচিব মো: মিজানুর রহমান এবং উক্ত উপ-কমিটির সদস্য মো: ফারুক, মাসুদ রানা, মাহফুজুল হক সাগর, আরমান, সাকিব, শুভ, আব্দুর শুক্কুর সহ ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তাকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply