চট্টগ্রামের রাউজানে গুন্নু মিয়া (৫৬) নামের এক ব্যক্তি আত্মহনন করেছে। ১৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর গ্রামের নুর ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। সে স্থানীয় লক্ষী মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন জানায়, রাতের কোনো এক সময়ে নিজ শয়নকক্ষ থেকে বের হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শনিবার সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাস জীবন শেষে দেশে এসে পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ ঘটে তার। তাদের সংসারে দুই পুত্র সন্তান ও তিন কন্যা রয়েছে। পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন তিনি। দ্বিতীয় স্ত্রী’র সংসারে কোনো সন্তানাদি নেই। এলাকাবাসীর ধারণা হয়তো পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply