করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুয়েল এসত্রেলে কাতান (৫০) নামে ফিলিপাইনের এক নাগরিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১০টার দিকে রুয়েল মারা যান বলে জানান চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম।
তবে ওই বিদেশী নাগরিক করোনা পরীক্ষার জন্য নমুনা দিলেও গত ১৭ দিনেও ফল জানতে পারেনি। করোনা প্রাদুর্ভাবের পর চট্টগ্রামে এ প্রথম কোনো বিদেশী নাগরিক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম সাংবাদিককের বলেন, ফিলিপাইনের একজন নাগরিক গত ১৬ দিন ধরে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা পরীক্ষার জন্য ওনার নমুনা নেওয়া হয়েছিল। নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। তবে রেজাল্ট এখনও আসেনি।
জানা যায়, গতকাল শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মারা যাওয়া রুয়েল এসত্রেলে কাতান চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানামায় নিয়োজিত সাইফ পাওয়া টেক’র শিপ প্ল্যানার পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর হাউজিং এলাকায় থাকতেন। তাঁর পরিবার ফিলিপাইনে বসবাস করেন।
বেসরকারি ওই অপারেটর প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, জ্বর-শ্বাসকষ্টসহ করোনার লক্ষণ থাকায় গত ৩ জুন করোনা পরীক্ষার জন্য কাতানের নমুনা দেওয়া হয়। পরদিন তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ওই বিদেশী নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ারও অভিযোগ উঠেছে। একাধিক সূত্র জানান, গত বৃহস্পতিবার থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়।
শুক্রবার বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতাল ছাড়া কোন হাসপাতালে কেবিন খালি নেই। হলিক্রিসেন্টে কেবিনের ব্যবস্থা হলেও কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেন তাঁরা অক্সিজেন সরবরাহ করতে পারবে না। এ সময় অক্সিজেন সরবরাহের জন্য তাঁর কর্মস্থলের কাছে সহায়তা চাইলে তাঁরা এগিয়ে না আসার অভিযোগ উঠেছে। তাঁকে হলিক্রিসেন্ট হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। সেখানে নেওয়ার আগে গতকাল রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে ফিলিপাইন নাগরিক রুয়েল এসত্রেলে কাতান মারা গেছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply