মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন

আশরাফ উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগ ৯ নং মিরসরাই সদর ইউনিয়ন শাখার পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির মিরসরাই উপজেলা শাখা।

শনিবার (২০ জুন) বিকেলে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কমিটি ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

এর আগে মিঠছরায় এক বর্ণাঢ্য কাউন্সিলে সভাপতি পদে শামছুল আলম দিদার এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন।

মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, শনিবার মিরসরাই উপজেলা আওয়ামী লীগের এক সভায় মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলীয় কর্মকান্ডে নতুন উদ্যোমের সূচনা হবে।

কমিটির অনুমোদন দেওয়ায় মিরসরাইয়ের গনমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অন্যতম রুপকার ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল সহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মিরসরাই ইউনিয়ন কমিটি ঐক্যবদ্ধ। মিরসরাই সদর ইউনিয়ন কমিটি অনুমোদনের মাধ্যমে সকল নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার অনুপ্রেরণা পাবে। আওয়ামী লীগের মিরসরাই উপজেলা কমিটির নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নতুন অনুমোদিত এই কমিটি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *