চবিতে অনুষ্ঠিত হবে “মুখ মুখোশ ও গান”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১১-১২ ই ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে “মুখ মুখোশ ও গান”। প্রতিযোগিতা মূলক এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে উক্ত বিশ্ববিদ্যালয়েরই একটি স্বাধীন প্রযোজনা সংস্থা “অরুণোদয় স্বপ্নঘর”।

“মুখ মুখোশ ও গান” প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে দুই ধাপে। প্রথম ধাপে আয়োজিত হবে “গান পার্বণ”। যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল, ক্যাফেটেরিয়া ও ঝুপড়ী সংগীতকে লক্ষ করে সাজানো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেবিল বাজিয়ে গানের ভিডিও ধারণ করে, তা উক্ত প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক ইভেন্টে গিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে জমা দিতে পারেন।

তাছাড়া উক্ত প্রতিযোগীতার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। তরুণ ও প্রবীণ নির্মাতারা নিজ নিজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্দিষ্ট ফেসবুক ইভেন্টে জমাদানের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।

সুস্থ সংস্কৃতির ঐতিহ্যকে বাঁচিয়ে তুলতে এবং এই ধারা বজায় রাখতেই এমন প্রতিযোগিতার আয়োজন করছে অরুণোদয় স্বপ্নঘর, এমনটাই দাবী করছে এই প্রতিযোগিতার আয়োজকরা।

প্রতিযোগিতাটির ফেইসবুক ইভেন্ট লিংক- https://facebook.com/events/549887439118204

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *