আরব আমিরাত প্রতিনিধি:প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৃতীয় দফা খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
গত শুক্রবার আবুধাবি সিটি ও শিল্পনগরী মোচ্ছাফ্ফার কর্মহীন প্রবাসীদের ঘরে ঘরে গিয়ে এ ত্রান বিতরণ করা হয়।
ত্রান বিতরনের প্রাক্কালে সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন, সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মনসুর, উপদেষ্টা সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম কামালসহ প্রজন্ম বঙ্গবন্ধুর সহ সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম, শামসুল হুদা হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ মিয়া জয়,এরশাদুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন,জাকির হোসেন, মোরশেদুল আলম, দিদারুল আলম, আলী আকবর, বদিউল আলম, শেখ মোহাম্মদ, আবুল কাশেম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সভাপতি বলেন, বৈশ্বিক এ মহামারীতে কর্মহীন হয়ে পড়া দেশীয় প্রবাসীদের সাহায্য সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৃতীয় বারের মত খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছি। ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে এ ধারা অব্যাহত রাখা হবে।
২৪ ঘণ্টা/এম আর/মানিক
Leave a Reply