ভোলা পুলিশের গুলিতে বিক্ষোভরত মুসুল্লি নিহতের প্রতিবাদে ফটিকছড়িতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার রাতে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা।
সংগঠনটির উপজেলা শাখা আয়োজিত মিছিলটি বিবিরহাট সদর রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে এক পথসভায় বক্তারা বলেন, এ হত্যা উদ্দেশ্য প্রণোদিত। আল্লাহ, আল্লাহর রাসুল (সা.)কে নিয়ে কটুক্তি করার পর কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না।
আজ ভোলার বোরহান উদ্দীন থানায় হিন্দু কর্তৃক আল্লাহ ও আল্লাহর রাসুলউ (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে ঈমানদার তৌহিদী জনতা রাস্তায় নেমে আসলে পুলিশ বাহিনীর নৃশংস হামলা ও গুলি নিক্ষেপে শতশত মুসলমান আহত ও মুসল্লিদের শহীদ করা হয়েছে। এ ঘটনায় সারা দুনিয়ার রাসুল প্রেমীরা মর্মাহত হয়েছেন।
বক্তারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, রাসুল প্রেমীদের একটি মিছিলের কারণে ভোলায় পরিস্থিতির এমন কোন অবনতি ঘটেনি যে, সেখানে পুলিশকে গুলি করতে হবে।
Leave a Reply