পাকিস্তান ক্রিকেটে আবারও করোনার হানা। তিন পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, হায়দার আলী, হারিস রউফ ও শাদাব খানের করোনার টেস্ট পজিটিভ ধরা পড়েছে। তিনজনেরই আসন্ন ইংল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে।
রোববার পর্যন্ত এ তিন ক্রিকেটারের করোনা উপসর্গ ছিল না। ইংল্যান্ড সফরের জন্য তাদের রাওয়ালপিন্ডিতে করোনা টেস্ট করানো হয়েছিল। সোমবার তাদের করোনার রিপোর্ট হাতে পায় পিসিবি। পিসিবির মেডিকেল টিম এরই মধ্যে তিন ক্রিকেটারকে সেল্ফ আইসোলেশনে পাঠিয়েছে।
এছাড়া ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা পরীক্ষা করানো হয়েছিল। তাদের টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী ২৪ জুন তারা লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন।
ইংল্যান্ড সফরের আগে ২৯ জন ক্রিকেটারসহ মোট ৪৩ জনের দুই দফা করোনা টেস্ট করানোর পরিকল্পনা পিসিবির। প্রথম দফাতেই তিন ক্রিকেটার আক্রান্ত হলেন। সোমবার অলরাউন্ডার শোয়েব মালিক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের লাহোর ও পেশওয়ারের করোনা টেস্ট করানো হয়েছে। মঙ্গলবার তাদের ফল জানাবে পিসিবি। আগামীকালও চলবে ক্রিকেটারদের করোনা টেস্ট।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ জুন উড়াল দেবে পাকিস্তান ক্রিকেট দল। করোনাভাইরাসের কথা মাথায় রেখে চার্টার্ড বিমানে যাবে পাকিস্তানের ৪৩ সদস্যের সেই বহর।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply