চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে ট্রাকচালক মো. মিলন প্রামানিক (৩৮) কে আটক করে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত দেড়টার সময় ট্রাকসহ ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ। আটক মিলন বগুড়া জেলার কাহালু সাঘাটিয়া গোলাম মোস্তাফার বাড়ির গোলাম মোস্তাফার ছেলে বলে জানা গেছে।
নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করে বলেন, ইয়াবার একটি চালান ট্রাকযোগে নগরে আসছে এমন সংবাদে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি টিম।
রাত দেড়টার সময় কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার এলাকায় নির্দ্দিষ্ট ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হলে ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করার পাশাপাশি ট্রাকচালক মিলনকে আটক করা হয়।
তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply