চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে থানার আমিন কলোনীস্থ আমিন শাহী জামে মসজিদের সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ইয়াবা বিক্রির উদ্দ্যেশে সোমবার সকালে একদল মাদক কারবারি বর্ণিত স্থানে অপেক্ষা করছে সংবাদ পেয়ে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম।
এসময় ২শ ৪০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।
Leave a Reply