রাউজানে আলোর মুখ দেখতে যাচ্ছে হচ্ছারঘাট সেতু!

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নের সর্তা খালের উপর হচ্ছারঘাট সেতু নির্মাণের সর্বশেষ প্রক্রিয়া যাচাই করতে সরেজমিন পরিদর্শনে এলেন সেতু মন্ত্রনালয়ের দীর্ঘ সেতু বিভাগের প্রকল্প পরিচালক এম এবাদত আলী।

আজ সোমবার সকালে তিনি হচ্ছারঘাট এলাকায় সেতু নির্মাণের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রকৌশলী ও এলাকার মানুষের সাথে কথা বলেন।

এ সময় রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২১ নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান সৌরভ উদ্দিন সৌরভ, সাবেক উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, ফরিদ আহমদ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুনু ভট্টচার্য্য, ইউপি সদস্য সবুজ বড়ুয়া, নঈম উদ্দিন, শুক্কুর, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী, নুর মুহাম্মদ সওদাগর,খিরাম নুরুল উলুম রেজবীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ খাঁন আলক্বাদেরী আব্দুল ২১ নং খিরাম ইউনিয়ন চেয়ারম্যান সৌরভ উদ্দিন সৌরভ নঈম উদ্দিন মেম্বার, শুক্কুর মেম্বার মাওলানা নেজাম উদ্দিন তৈয়্যবী, খিরাম কাদেরীয়া মাদরাসা অধ্যাক্ষ মাও নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া যুবলীগ নেতা হাছান মুরাদ রাজু,মুনছুর আলম,হলদিয়া ওয়ার্ড যুবলীগ নেতা লোকমান হোসেন নাজিম উদ্দীন, খিরাম যুবলীগ নেতা এজাহার মিয়া, জাহেদ হাছান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সর্তার ঘাটের উপর এই সেতুটি নির্মাণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় সেতু নির্মাণ প্রকল্পটি আলোর মুখ দেখতে চলেছে। গত ২৯ শে এপ্রিল সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়।

রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১শত ১০ মিটার দৈর্ঘ্য ৫ দশমিক ৫ মিটার প্রস্থ ব্রীজ সেতু নির্মাণের ফাইলটি বর্তমানে মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা।

স্থানীয় সমাজকর্মী মাওলানা দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের শেষ সীমানায় সর্তা খালের উপর এই সেতুটি নির্মাণ হলে রাউজান ও ফটিকছড়ির কয়েক লক্ষাধিক মানুষের যাতায়াতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। যার সুফল পাবে প্রান্তিক জনপদের হাজার হাজার কৃষক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *