সীতাকুণ্ডে বাক প্রতিবন্ধী গৃহবধূর আত্মহত্যা

সীতাকুণ্ডে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস খেয়ে মিতা দেবী (২১) নামের এক বাক প্রতিবন্ধী গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধু মিতা সজল দেবনাথের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুইজনই বাক প্রতিবন্ধী।

সোমবার বিকাল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

সজল দেবনাথ একটি ট্রেইলারিং দোকানে সেলাই এর কাজ করে। তারা দীর্ঘদিন ধরে প্রেমতলা লিটন বৈদ্যর ভাড়া বাসায় থাকে। নিহত মিতা মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের জহুরলাল নাথ এর মেয়ে।

জানা যায়, দুপুরে স্বামী সজল দেবনাথ তার স্ত্রী মিতা দেবীকে বকাঝকা করে। পরে একসাথে দুপুরে ভাতও খায়। এরপর স্বামী কলেজ রোডে দোকানে চলে যায়। বিকাল ৪টার দিকে ঘরে এসে স্ত্রীর কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখে ফ্যানের সাথে গলায় কাপড় পেঁছিয়ে স্ত্রী মিতা ঝুলে আছে। তাকে উদ্ধার করে স্থানীয় মর্ডাণ হসপিতালে নিয়ে আসে। সেখানে কিছুক্ষণ পর সে মারা যায়। এরপর লাশটি বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক সুমন বণিক জানান, মানসিক চাপের কারণে ওই গৃহবধু আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। গৃহবধুর লাশটি সুরতহাল রির্পোটে জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *