চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক, বিটিভির সাবেক চট্টগ্রাম সংবাদদাতা, প্রবাসের জনপ্রিয় নিউজ পোর্টাল আকাশযাত্রা ডট কমের এডিটর ইন চীফ এজাজ মাহমুদের ছোট ভাই আশেক মাহমুদ (৩৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে নগরীর মা ও শিশু হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়া তাকে হাসপাতালে নেয়া হয়। তবে মৃত্যুর আগে রবিবার রাতে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান বড় ভাই এজাজ মাহমুদ।
মির্জা আশেক মাহমুদ গ্রামীন ফোনের সিনিয়র কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আশেক মাহমুদের গ্রামের বাড়ী ফেনী জেলায় হলেও ছোট থেকে চট্টগ্রামেই তার বেড়ে উঠা। নগরীর লালখান বাজার বাসায় থাকতেন পরিবার নিয়ে।
আশেক মাহমুদ চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের ভাগ্নে।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply