হাটহাজারীতে তৃতীয় দফায় শিক্ষকদের হাতে ভালবাসার থলে

হাটহাজারী প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। আর এতে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন দেশের বিভিন্ন কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।বরাবরের ন্যায় এবারও হাটহাজারী উপজেলার এসব কর্মহীন শিক্ষকদের সহায়তায় এগিয়ে এলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন।

আজ ১৩ জুলাই (সোমবার) উপজেলার বিভিন্ন কিন্টারগার্টেন স্কুলে কর্মরত ৫০ জন শিক্ষক-শিক্ষিকার হাতে তুলে দেওয়া হয় ত্রাণভর্তি ভালবাসার থলে। উপজেলা প্রশাসনের ফুড ব্যাংকে রাখা এসব খাদ্যসামগ্রী শিক্ষকরা নিজেরাই গ্রহণ করেন।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, উপজেলা প্রশাসন এ নিয়ে তৃতীয় বারের মত ত্রাণভর্তি ভালবাসার থলে শিক্ষকদের হাতে তুলে দিয়েছে। এসময় তিনি শিক্ষকদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।

২৪ঘণ্টা /এন আর /পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *