ইউএনও রুহুল আমিনের ব্যক্তিগত উদ্যোগে চারা রোপন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন এর ব্যক্তিগত উদ্যোগে ৫০০ চারা রোপন কর্মসূচীর প্রথম ধাপে ১০০ ফলজ চারা রোপন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার সন্ধীপ পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠের চার পাশে প্রায় ৫০ শতক জায়গায় হাটহাজারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে এ চারা রোপন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এসময় ইউএনও কে নিয়ে উপস্থিত হাটহাজারী উপজেলার সকল গণমাধ্যমকর্মী প্রত্যেকে একটি করে চারা রোপন করে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারী জায়গা অবৈধ দখল মুক্ত রাখতে এ চারা রোপন কর্মসূচী পালন করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *