লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক পাচারকারীকে আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
আজ ১৪ জুলাই (মঙ্গলবার) ভোরে লোহাগাড়া থানা পুলিশের এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশর একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে আটককৃতরা হল-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নয়ার পাড়ার শামশুর রহমানের ছেলে মোঃ শফি (১৯) এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ রিদুয়ান (১৮)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনই পেশাদার মাদক পাচারকারী বলে স্বীকার করেছে। একইদিন আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর দুপুর ১২টায় চট্টগ্রাম আদালতে সোপর্দ করা করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply