লোহাগাড়ায় একসঙ্গে ৩ সন্তান প্রসব

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় সিটি হাসপাতালে একসঙ্গে ৩ সন্তান জন্ম দিলেন মিফতাহুল জান্নাত নামের এক নারী। তিনি চরম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমানের সহধর্মিণী। তাঁর বাড়ি উপজেলার চরম্বা ইউনিয়নের ঘটিয়ার পাড়ায়।

বুধবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে সিজারিয়ানের মাধ্যমে এ তিন ছেলে সন্তান জন্ম দেন তিনি।

লোহাগাড়া সিটি হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা : কানিজ নাসিমা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় মিফতাহুল জান্নাতকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ (বুধবার) বিকেল সোয়া ৩টার দিকে আমার তত্বাবধানে সিজার করা হয় । সিজারিয়ানের মাধ্যমে পরপর জন্ম নেয় তিন ছেলে সন্তান। মা এবং তিন সন্তানই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে ।

এ ব্যাপারে চরম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমাদের ঘরে একসঙ্গে ৩ সন্তান দান করেছেন। আমি অনেক খুশি হয়েছি। আমার স্ত্রী এবং তিন সন্তান সুস্থ রয়েছেন। আমার সন্তানদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

২৪ ঘণ্টা/এম আর/আজাদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *