সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে অগ্নিকাণ্ডে ৬ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত সাড়ে ৭ টার দিকে পশ্চিম মান্দারীটোলা গ্রামের জে, এ, এম আই সিলিন্ডার ফ্যাক্টরী পশ্চিম পাশে জামাল উদ্দিনের নতুন বাড়ির শাহজাহান ও আবদুল মোতালেব নামের দুই ভাইয়ের কাচাঁ ঘরে আগুন লাগার ঘটনা ঘটে।
রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে জানা যায়। এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। এদিকে আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও গ্রামের রাস্তা সরু থাকায় তারা ঐবাড়িতে পৌঁছাতে পারেনি বলে জানান সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার তাশারফ হোসেন।
তিনি বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে রওয়ানা দিলেও পথ ঠিক না থাকায় আমার কাজ করতে পারিনি। ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে তাদের ৬টি কাচাঁ ঘর সম্পুর্ণ পুড়ে যায়, এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply