চট্টগ্রামের সীতাকুণ্ডে বোনের মোবাইল চুরির অপবাদ দিয়ে এজাহার মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত এস আই ইকবাল পারভেজ রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই ঘটনায় রায়হানের ভগ্নিপতি মিজানুর রহমানকে আটক করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, মোবাইল চুরির অপবাদ দিয়ে পিটিয়ে এজাহার মিয়া নামক এক যুবককে হত্যা করার অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এস আই রায়হানের ভগ্নিপতি মিজানুর রহমানকে নিজ বাড়ি ভাটিয়ারী থেকে আটক করা হয়। আরো খবর : বোনের মোবাইল চুরির অপবাদে
এদিকে একই দিন বিকেলে এ ঘটনার মূল অভিযুক্ত এস আই ইকবাল পারভেজ রায়হানকে পুলিশ লাইন থেকে আটক করেছে পুলিশ। তথ্যটি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।
এর আগে সোমবার রাতে ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় বসবাসকারী ইকবাল পারভেজ রায়হান নামের পুলিশের এসআই রায়হান তার বোনের মোবাইল চুরির অভিযোগ এনে এজাহার মিয়াকে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করতে থাকে। এসময় ঘটনাস্থলে এজাহার মিয়ার শ্বাশুড়ীও উপস্থিত ছিলেন। আরো খবর : যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
এ ব্যাপারে এজাহার মিয়ার শ্বাশুড়ি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এসআই রায়হান মোবাইল চুরি করেছে এমন একটি অভিযোগে আমার মেয়ের জামাইকে ডেকে নিয়ে আমার সামনেই সারারাত অমানুষিক নির্যাতন করে। সকালে এজাহার মিয়াকে অর্ধ মৃত অবস্থায় একটি রিক্সায় করে এজাহার মিয়ার বাড়ির পাশে রেখে চলে যায়। এরপর আমি তাকে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
Leave a Reply