চট্টগ্রামের কোতোয়ালির নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ৮ হাজার ৬৫০ টাকার জালনোটসহ তাকে আটক করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) কামরুল ইসলাম।
তিনি বলেন, নতুন ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ মো. আনোয়ার হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৮ হাজার ৬৫০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। কোরবানীর ঈদকে সামনে রেখে এই জাল নোট বাজারের ছাড়ার জন্য সে কাজ করছে বলে জানা গেছে।
আটক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply