সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ইপসার উদ্যেগে কর্মহীন ও দুস্থ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী ইমামনগর রহমান মঞ্জিলে ইপসার উদ্যেগে ২৫জন কর্মহীন ও দুস্থ শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, লবন ও ঔষুধ সামগ্রীসহ ৩২ কেজি বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে।

রোববার বিকেলে উক্ত সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.সেকান্দর হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের কৃষিপণ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হোসেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ।

ইপসার কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী শাহিন জানান, সীতাকুণ্ড থেকে গড়ে উঠা সামাজিক সংগঠন ইপসা দুর্যোগ মূহুর্তে সবসময় মানুষের পাশে থাকে। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক করোনা প্রাদুর্ভাবে কর্মহীন শ্রমিক ও দুস্থ ৫ হাজার পরিবারের খাদ্য উপহার বিতরণের সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, প্রতিটি এলাকায় দুঃস্থ, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জেলে সম্প্রদায়ের লোকদেরকে এলাকার চেয়ারম্যান দ্বারা স্বীকৃত কর্মহীন ব্যাক্তিদের ক্রমান্বয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

গরীবদের মাঝে ইপসার খাদ্য সামগ্রী বিতরণে ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকান্দর হোসাইন বলেন, দেশের সুনামধন্য এনজিও সংস্থা ইপসা সারা দেশে বছরব্যাপী গরীব, দুঃখী মানুষের সাহায্যে কাজ করে থাকে। ইপসার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকারভোগী। তারা সামনের দিকে আরো বেশী পরিমাণ দেশের কল্যাণে, গরীব-অসহায়দের কল্যাণে অবদান রাখবে বলে তিনি আশাব্যক্ত করেন।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *