কারাগারে সাবরিনা/দুই দফা রিমান্ডে মিলেছে প্রতারণার পর্যাপ্ত তথ্য, শিগগিরই চার্জশিট!

২৪ ঘণ্টা আদালত ডেস্ক : দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে আদালতে হাজির করা হলেও জামিন আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

করোনা টেস্টের নামে জালিয়াতির অভিযোগে গ্রেফতার জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর দুই দফায় পাঁচদিনের রিমান্ড শেষে সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে মহানগর হাকিম আদালতে আনা হয়।

আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। এছাড়া জেকেজির সাবেক কর্মকর্তা হুমায়ূন কবিরকে তিনদিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

এর আগে একইদিন সকাল ১১টার দিকে সাবরিনাকে আদালতে পাঠানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

রিমান্ডে থাকা সাবরিনার কাছ থেকে করোনা পরীক্ষার নামে প্রতারণার পর্যাপ্ত তথ্য প্রমাণ পেয়েছেন জানিয়ে ডিএমপি এ-পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা তার (সাবরিনা) কাছ থেকে যথেষ্ট প্রমাণ পেয়েছি। তার স্বামীর সঙ্গে বিভিন্ন সময়ে মুখোমুখি করা হয়েছে। উভয়ের যথেষ্ট সংশ্লিষ্টতা পেয়েছি। এতে দুজনেই অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছেন।

এর আগে গত ২৩শে জুন ১৫ হাজার ৪৬০টি ভুয়া কোভিড রিপোর্ট দেয়ার অভিযোগে জেকেজির প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর একই অভিযোগে ১২ জুলাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও আরিফের স্ত্রী ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।

সাবরিনা আরিফের দুই দফা রিমান্ডে প্রতারণার অভিযোগের পর্যাপ্ত তথ্য প্রমাণ মেলায় শিগগিরই চার্জশিট দেয়া যাবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

২৪ ঘণ্টা/রাজীব সেন প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *