ট্রাকে ৩৯ মরদেহ, চালক আটক

মরদেহ

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব ইংল্যান্ডের এসেক্সে একটি ট্রাক কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায়, একটি কারখানার পার্কে থাকা ট্রাক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি ও হাফিংটন পোস্ট তাদের খবরে উল্লেখ করেন, বুধবার সকালে ট্রাকটি পাওয়া গেছে ওয়াটারগ্লাড শিল্প পার্কে। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। সেখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না।

যে লাশগুলো উদ্ধার করা হয়েছে এর মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক ও একটি কিশোর ছিল। হত্যার সন্দেহে উত্তর আয়ারল্যান্ড থেকে ২৫ বছর বয়সী লরি চালককে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু মেরিনার বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। কী ঘটেছে তা জানতে আমাদের অনুসন্ধান চলছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করার বিষয়টি প্রক্রিয়াধীন, তবে আমি অনুমান করি যে এটি দীর্ঘতর প্রক্রিয়া হতে পারে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর শনিবার হলিহেড থেকে সেটি ব্রিটেনে ঢোকে। এ ঘটনায় তদন্ত করতে আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে যিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *