চট্টগ্রামের পটিয়াতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছেন মেরিনা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও মো. আলির বাড়িতে এ দুর্ঘটাটি ঘটে।
আহত মেরিনা আকতার ওই বাড়ির মো. আলির মেয়ে। সে পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া মেয়ে মেরিনা (১৭) বুধবার সকালে নির্মানাধীন পাকা ঘরের কাজ করার সময় এলোমেলা ভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে তাকে জোড়ে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে জরুরী বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী।
Leave a Reply