সংবাদ সম্মেলন ডেকেছেন আন্দোলনরত ক্রিকেটাররা। রাজধানীর সিক্স সিজন হোটেলে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের বেতন বৃদ্ধিসহ চলমান দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে আজ বুধবার সকাল থেকে মিরপুরে অপেক্ষায় বিসিবির বোর্ড কর্মকর্তারা। আলোচনায় বসতে বারবার ফোনও করেছেন তারা।
কিন্তু বিসিবির ডাকে সাড়া দেননি সাকিব-তামিমরা।
এদিকে মিরপুরে বিসিবির কার্যালয়ে ক্রিকেটারদের জন্য এখনো অপেক্ষা করছেন বিসিবির সভাপতিসহ বোর্ড কর্মকর্তারা।
এরআগে ক্রিকেটারদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফিরে যান সভাপতি নাজমুল হাসান পাপন। বিকেল ৫টার দিকে মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা থাকলেও ক্রিকেটাররা নির্ধারিত সময়ে যাননি। এমনকি বিসিবি সভাপতির ফোনও নাকি ধরেননি ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই বলেন বিসিবি সভাপতি।
আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের দাবি নিয়ে আলোচনা করতে গণভবনে যান পাপন। এ সময় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (কোয়াব) সভাপতি নাইমুর রহমান দুর্জয়ও ছিলেন।
সাক্ষাৎ শেষে পাপন বলেন, ‘আমরা খেলোয়াড়দের সব দাবি মেনে নিতে রাজি আছি। কিন্তু তারা ফোনই ধরছে না। শুধু টাকার কারণে এমনটা করছে না তারা। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।’
ক্রিকেটারদের ১১ দফা দাবিতে চলমান ধর্মঘটের বিষয়ে প্রধামন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি জানিয়েছি।’ এরই মধ্যে তিনিও বিষয়টি জেনেছেন।
এর আগে আজ বুধবার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আন্দোলন নিয়ে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে নিজেদের আগ্রহের কথা। ক্রিকেটারদের দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসতে আজ বুধবার বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।
এ প্রসঙ্গে নিজাম বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির নির্দেশে আমরা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। আমার সঙ্গে এরই মধ্যে তামিম ইকবালের কথা হয়েছে। আমরা তাকে অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব বিষয়টি নিষ্পত্তি করতে। আমরা তাদের বোর্ডের অবস্থান জানিয়েছি। দলের বাকি সদস্যদের সঙ্গে কথা বলে সে আমাদের জানাবে।’
নিজাম উদ্দিন চৌধুরী আরো জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসার আগে ক্রিকেটাররা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।
সিইও বলেন, ‘আমরা যতটা শুনেছি, তারা আজ আগে নিজেরা কোথাও আলোচনায় বসবে। তাদের সঙ্গে আলোচনায় বসতে বিকেল ৫টা পর্যন্ত আমরা আছি। তারা চাইলে যেকোনো জাগায় আমরা আলোচনায় বসতে রাজি আছি।’
Leave a Reply