সীতাকুণ্ডে পৃথক পুলিশী অভিযানে ইয়াবাসহ আটক ৩

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে এক হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতের বিভিন্ন সময়ে উপজেলার সীতাকুণ্ড সদর, ভাটিয়ারী এবং শীতলপুল এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদর বাস ষ্ট্যান্ড এলাকায় এস.আই হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে একহাজার ১০ পিস ইয়াবাসহ মোঃ ইসমাইল (৩৩) নামের একজনকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার হাবিবা পাড়ার আলী আহম্মদের পুত্র।

এছাড়া এস.আই ইলিয়াস হোসেনের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ভাটিয়ারী থেকে আকরাম হোসেন (২০) নামের এক কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে বি-বাড়িয়া জেলার কসবা থানার গনকমুড়া গ্রামের মিশু মিয়ার পুত্র। এবং উপজেলার শীতলপুর বগুলা বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ কনক তালুকদার (৩২) নামের একজনকে আটক করে পুলিশ। কনক শীতলপুুুর মিস্ত্রি বাড়ির রবীন্দ্র তালুকদারের পুত্র। তিনটি অভিযানে উদ্ধার হওয়া একহাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেটের মূল্য তিনলক্ষ ২৪ হাজার টাকা।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, উপজেলার পৃথক স্থান থেকে ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে
সীতাকুণ্ড মডেল থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে হাজতে প্রেরণ করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *