খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে তার ছোট ছেলে মোঃ আহাদ (১০)।
শনিবার (১৫ আগষ্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগমের স্বামী সোনামিয়া টিলার ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক।
দীঘিনালায় থানার ওসি উত্তম চন্দ্র দেব, জানান সন্ত্রাসীরা গভীর রাতে আব্দুল মালেকের ঘর লক্ষ্য করে এলোপাথারি গুলি করে পালিয় যায়। এতে মোর্শেদা বেগম ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা উপজলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষনা করেন। ও তার ছেলে আহাদ স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে এই ঘটনায় কারা জড়িত তা এখনা জানা যায়নি।
ঘটনার সময় হতাহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। বন্দুকধারীরা ফিরে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও এলোপাতাড়ি গুলি করে; তবে এতে কেউ হতাহত হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
২৪ ঘণ্টা/এম আর/প্রদীপ
Leave a Reply