সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে সেন্ট্রাল জুবিলী লিও ক্লাবের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া সংগঠনের ঈদ পুনর্মিলণী উপলক্ষে বৃক্ষরোপণের আয়োজন করা হয়।
শুক্রবার উপজেলার সোনাইছড়ির ফকিরহাটস্থ পীর পন্হিশাহ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ ও ঈদ পুনর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সেন্ট্রাল জুবিলী লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন নুরুল আলম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন গোলাম রহমান, ক্লাব জয়েন্ট সেক্রেটারি লায়ন নজরুল ইসলাম, সদ্য প্রাক্তন জেলা সচিব ও লিও জেলা কোঅর্ডিনেটর লিও আফিফা ইসলাম, ক্লাব ডিরেক্টর এবং লিও জেলা চীফ প্রেসিডেন্ট এডভাইজর লিও মোঃ আবছার উদ্দিন, লিও জেলা কোঅর্ডিনেটর লিও আতিক শাহরিয়ার, ক্লাব ডিরেক্টর লিও তানভীর আলম চৌধুরী ইরফান, সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি ও লিও জেলা জোন ডিরেক্টর লিও মাইনুল হাসনাত রাহাত, ক্লাব সভাপতি লিও নাইমুল মোস্তাফা হিরু, ভিপি লিও নাজিম, সেক্রেটারি লিও কায়েস, ট্রেজেরার লিও সুজানা, লিও রাইয়ান, লিও আরমান, লিও আরিয়ান।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জহুরুল আলম, সামাজিক সংগঠন চক্রবাক ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সালাম, পীর পন্হিশাহ মাজার ও মাদ্রাসার পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংবাদিক নাঈম আহমেদ কপিল, আওয়ামীগীগ নেতা আলাউদ্দিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে করোনায় আক্রান্ত এবং মৃত সকল লায়ন্স নেতৃবৃন্দ, লিও জেলা সভাপতি লিও এইচ এম হাকিম এবং লিও জেলা সেক্রেটারি লিও জাহিদ হাসান আজাদ প্রেমনের মায়ের সুস্থ্যতায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/দুলু
Leave a Reply