রাউজানে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,খতমে কোরআন, দোয়া মহফিল ও আলোচনা সভা।

১৫ আগস্ট (শনিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সকালে রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ফৌজিয়া খানম মিনা, তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী।

বক্তব্য রাখেন সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী মোহাম্মদ ইকবাল,স্বপন দাশগুপ্ত,শাহ্ আলম চৌধুরী,রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি,সাইফুল ইসলাম চৌধুরী রানা, জসিম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,  ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, সৈয়দ আব্দুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, আব্দুর রহমান চৌধুরী, লায়ন সাহাবুউদ্দিন আরিফ, তছলিম উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন প্রধান অতিথি।

একই দিন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ সন্মুখে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *