চট্টগ্রামের নতুন ডিআইজি আনোয়ার, সিএমপি কমিশনার তানভীর

চট্টগ্রাম রেঞ্জ ও নগর পুলিশের বড় দুটি পদে পরিবর্তন হলো একদিনেই। চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর নগর পুলিশের কমিশনার আনোয়ার হোসেন। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ওই পদে পদায়ন করা হয়েছে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে।

অন্যদিকে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমানকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। তার পদে পদায়ন করা হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে।

এর আগে ২০১৮ সালের ২৭ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে সিএমপি কমিশনার হিসেবে যোগদান করেন মাহাবুবর রহমান। একই বছরের ২ জুলাই পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদান করেন খন্দকার গোলাম ফারুক।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *