করোনা/চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ল্যাবে ৫৫৯ জনের নমুনায় ৫৮ জন শনাক্ত,একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা

২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চারটি সরকারি ল্যাবে মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুনভাবে শনাক্ত হয়েছেন আরো ৫৮ জন করোনা রোগী।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫১জন এবং উপজেলায় ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ছাড়িয়ে ১শত ১০ জনে দাড়িয়েছে। গত২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৭ জন সবাই হাটাহাজারী উপজেলার।

জেলা সিভিল সার্জন সূত্র বলছে চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে সিংহভাগই নগরের। নগরে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১শত ৯৮ জন। তাছাড়া চার হাজার ৯শ ১২ জন মানুষ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন।

মৃতের সংখ্যায় নতুন একজনসহ মোট সংখ্যা দাড়িয়েছে ২৭২ জন। যার মধ্যে ১৮৯ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ৮৩ জন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের বেসরকারি শেভরন ও ইম্পেরিয়াল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। তাছাড়া গত দুদিনের মতোই গত ২৪ ঘণ্টাতেও করোনা আক্রান্ত রোগীর সুস্থতার কোন তথ্য জানা যায়নি। ফলে আক্রান্তদের মধ্য থেকে সুস্থতার সংখ্যা চার হাজার ৯০ জনেই স্থির আছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাছাড়া সোমবার (৩১ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-ল্যাবে মোট ৩ শত ১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে। আত্রান্তরা সকলেই চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত করোনা রোগীদের মধ্যে একজন চট্টগ্রাম উপজেলার এবং বাকি সবাই নগরের বাসিন্দা।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।

চমেক ল্যাবে শনাক্ত রোগীদের মধ্যে ৭ জন নগরের ও ১ জন উপজেলার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নতুন করে শনাক্ত ৬ জন করোনা রোগীর মধ্যে ৫ জন উপজেলার এবং ১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *