জিয়াউর রহমানের অবদানকে খাটো করার অপপ্রচার চালিয়ে যাচ্ছে আ’লীগ : চট্টগ্রাম মহানগর যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বাকশালী একদলীয় দু:শাসনের জের ধরে বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রবর্তন করে এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে ১৯৭৮ সালের আজকের এ দিনে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। আওয়ামীলীগ আজ কথায় কথায় জিয়াউর রহমানের অবদানকে খাটো করার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ে জাগরুক থাকবে।

তিনি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের স্মৃতিবিজড়িত নগরীর ষোলশহর ২ নং গেইটস্থ ঐতিহাসিক বিপ্লাব উদ্যানে মহানগর যুবদলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এ কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন,আজ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকীর মুখে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগান আজ দেশবাসীর স্লোগানে পরিণত হয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারী ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তামাশার নির্বাচন করে গণতন্ত্রের কবর রচনা করেছে শাসকগোষ্ঠী।

তিনি এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে নগরীর আওতাধীন ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের উর্ধ্বে জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির চর্চা করার আহবান জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল গফুর বাবুল, সাহাব উদ্দিন হাসান বাবু, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, হাসান মুরাদ, জসিমুল ইসলাম কিশোর, অরূপ বড়ুয়া, সি. যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, মো. হুমায়ুন কবীর, ইকবাল পারভেজ, আবদুল হামিদ পিন্টু, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, যুগ্ম সম্পাদক রাজন খান, মোরশেদ আহমেদ, ওমর ফারুক, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, জাহাঙ্গির আলম বাঁচা, শাহজালাল পলাশ, জাফর আহমেদ খোকন, রাসেল নিজাম, সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, আজিজুল হক মাসুম, জসিম উদ্দিন সাগর, মো. আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, এস এম বখতিয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মো. ইকবাল, ওমর ইমতিয়াজ টিটু, আসাদুজ্জামন রুবেল, সহ:সম্পাদক আতিকুর রহমান, মাহবুবুর রহমান, কামাল উদ্দিন, মনোয়ার হোসেন মানিক, কমল জ্যোতি বড়ুয়া, মো.জহিরুল ইসলাম জহির, কামরুল ইসলাম, জিয়াউল হক মিন্টু, হামিদুল হক, জাহাঙ্গীল আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাহ উদ্দিন, ইদ্রিস, আনোয়ার হোসেন, মো.ইউসুফ, আরিফ হোসেন, সিরাজ সিকদার, দেলোয়ার হোসেন, ইব্রাহীম খান, নুরুল ইসলাম আজাদ, শেখ কামাল আলম, সদস্য লতিফুল বারী সুমন, শাবাব ইয়াজদানী, কলিম উল্ল্যাহ, সোহাগ খান, আবদুল্লাহ আলম মামুন, সাব্বির ইসলাম ফারুক।

থানা যুবদলের মনজুর আলম মনজু, রাজু খান, মোর্শেদ কামাল, ৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক
আবু বক্কর বাবু, ৫ নং যুবদলের আহবায়ক আকতার হোসেন, ২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক এস এম আলী, ৩ নং ওয়ার্ডের আহবায়ক মো. হাসান, ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের আহবায়ক এস এম শাহবাজ, ১১ নং ওয়ার্ডের আহবায়ক মো.মুজাহিদ ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *