পটিয়ায় ১৪টি পূজা মন্ডপে আর্থিক অনুদান

প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যাণ তহবিল থেকে পটিয়া উপজেলার ১৪টি পূজা মন্ডপের জন্য ৫৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তহবিলের চেক পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান আনুষ্ঠনিকভাবে প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পটিয়া উপজেলার সদস্য পুলক চৌধূরী, পটিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব দাশগুপ্ত ছোটন, অধ্যাপক অজিত কুমার মিত্র, দেবাশীষ ধর বাপন, জুয়েল চৌধুরী, তপন ধর, বিকাশ ধর, সুবল চৌধুরী, অধীর দে, কিশোর দে, নির্মল সূত্রধর, প্রিয়তোষ সরকার রাসু, সনজয় রক্ষিত, তনময় বৈদ্য, রূপন মিত্র।

সম্প্রতি শান্তিপূর্ণভাবে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের শারদীয়া দূর্গা পূজা সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান ও কল্যাণ তহবিল থেকে উপজেলার ১৪টি পূজামন্ডপের জন্য ৪ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান চেক বিতরণকালে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বিভিন্ন জনের ফেইসবুক আইডি হ্যাক করে আপত্তিজনক বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য সকল ধর্মের মানুষকে সজাগ থাকার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *