সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম উদ্বোধন

কামরুল ইসলাম দুলু : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম এর উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এবং তার পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে এটিই প্রথম সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন প্রকল্প। এতে ব্যয় হয়েছে প্রায় ১১ লক্ষ ৫৭ হাজার ৪২৫ টাকা।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় প্রধান অথিতি হিসেবে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বী, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমূখ।

এব্যাপারে সংসদ দিদারুল আলম বলেন, সীতাকুণ্ডে আইসিইউ’র ব্যবস্থা নেই, আইসিইউ না হলেও হাইফ্লো অক্সিজেন দিয়ে অনেক রোগীর জীবন রক্ষা করা যাচ্ছে। তাই আমি সীতাকুণ্ড হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপন করেছি। করোনা চলে গেলেও এই অক্সিজেন প্ল্যান্টটি প্রয়োজন হবে এছাড়াও এলাকাবাসীর রোগ-ব্যাধি ও মহাসড়কে সড়ক দুর্ঘটনা লেগেই থাকে। অনেক সময় মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে।

উল্লেখ্য যে, করোনা পরিস্থিতিতে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *