ফটিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা কাঞ্চন ইউনিয়নে যুবককে গলা কেটে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল ফটিকছড়ি সদরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গলা কেটে হত্যা চেষ্টার ভিকটিম মোজাম্মেল হক চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ জুলাই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সুন্দরশাহ মাজার গেইট স্থানে অতর্কিত হামলা করে মুখোমধারী একদল দূষ্কৃতিকারী। তারা আমার গলায় কিরিচ বসিয়ে জবাই করে দেওয়ার চেষ্টা করে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় হামলাকারীদের হাত থেকে বাঁচার জন্য ঝাপটা-ছাপটি করে তাদের থেকে ছুটে বাড়ির দিকে দৌড়ে বাড়ি চলে যায়। আমার গলায় পিঠে শরীরের বিভিন্ন অংশে ৭টি কোপ রয়েছে। আমার গলায় সামনে ও পেছনে রগ কেটে যায় ।
তিনি অভিযোগ করে আরো বলেন,পরিবারের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশী শাহজাহানের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। তিনি বার বার আমাকে হত্যার চেষ্টা করেছিল। আমাকে হত্যারচেষ্টাকারীদের গ্রেফতার পূর্বক ন্যায় বিচার দাবি করছি। এদিকে ফটিকছড়ি থানা পুলিশ একজন আসামিও গ্রেফতার করেনি।
বরং পুলিশের তৎপরতা না থাকায় উল্টো আসামিরা আমাদেরকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য।
আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাকে হত্যা চেষ্টার বিচার দাবী করছি । আমাকে হত্যার মাধ্যমে আমার মা বাবাকে যারা নি:সন্তান করতে চেয়েছিল তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মো: জাহাঈীন আলম চৌধুরী, মো:আলমগীর চৌধুরী, মো: ইরফান, মো:আজিজ প্রমুখ।

২৪ঘণ্টা/এন এম রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *