রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্টায় উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো, রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও নোয়াজিশপুর ইউনিয়নের ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজ।
এ চারটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ড, দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষার্থীসহ রাউজানের আপামর মানুষ।
রাউজান মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আল্লাহর দরবারে আমরা অশেষ শোকরিয়া আদায় করছি। সেই সাথে যার সার্বিক প্রচেষ্টায় আমাদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি এই এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে।
তিনি বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষা প্রতিষ্টানটি অনেক আর্থিক দৈন্যদশার মাঝেও ১৭ জন শিক্ষক নিয়ে পরিচালিত হয়ে আসছিল। এই প্রতিষ্ঠানে বর্তমানে ৩০০ শিক্ষার্থী অধ্যায়নরত। এমন একটি খুশির সংবাদ শোনার জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষমান ছিলাম। বঙ্গবন্ধু কন্যা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণ করলেন।
মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ায় রাউজান ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরুর নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা সাংসদকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূর্ব গুজরা ইউপি চেয়ারমান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ ও প্যানেল চেয়াম্যান দিদারুল আলম।
বুধবার (২৩ অক্টোবর) গণভবনে ২ হাজার ৭শ ৩০ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল উপস্থিত ছিলেন।
নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪শ ৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯শ ৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩শ ৫৭টি, আলিম ১শ ২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১শ ৭৫ এবং এইচএসসি (বিএম) ২শ ৮৩টি।
৩শ ৫৭টি দাখিল মাদ্রাসার মধ্যে তালিকায় ৩শ ৩ নাম্বারে রয়েছে মোহাম্মদপুর মহিউল উলুম দাখিল মাদ্রাসা, ৩শ ৪ নাম্বারে আধারমানিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে ৪শ ২ নাম্বারে দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও ৪শ ৪ নাম্বারে ইউনুচ আলমাস স্কুল এন্ড কলেজের নাম রয়েছে।
Leave a Reply