চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির গণমানুষের আস্থার ও বিশ্বাসের জায়গা। জিয়াউর রহমান দেশের ক্লান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠাতা করে মানুষের মৌলিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্রের ধারার প্রবর্তন করেছেন। শেখ মুজিবুর রহমান যেখানে এক দলীয় বাকশাল কায়েম করে লুটের রাজ্যে সদ্য স্বাধীন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন, সেখানে জিয়াউর রহমান ১৯দফা কর্মসূচির আলোকে সারাদেশে চষে বেড়িয়ে খাদ্য স্বয়ংপূর্ণ একটি আধুনিক রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে মাথা উচু করেছেন। যার কারণে তিনি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের নেতা হয়েও হয়ে উঠেছিলেন বিশ্ব নেতা।
তিনি আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ১৯৭১ সালে আওয়ামীলীগ নেতারা যখন প্রাণভয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, দেশ যখন অবিভাবকহীন হয়ে পড়ে তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে অভিভাবকহীন দেশের অবিভাবক হয়ে উঠেন।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আওয়ামীলীগ সরকারের যে অপবাখ্যা, ইতিহাস বিকৃতি তার জবাব তরুণ প্রজন্ম তাদের দিবে, শুধু সময়ের অপেক্ষা। জিয়াউর রহমানকে খাটো করতে গিয়ে এখন আওয়ামীলীগ সরকার ও নেতারা মুক্তিযুদ্ধকে ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করছেন। ইতিহাস বিকৃতকারী আওয়ামীলীগ সরকারের কাছে এখন ক্ষমতায় মুখ্য বিষয় হিসাবে পরিণত হয়েছে। যার কারণে মানুষের চাহিদার কোন মূল্য তাদের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা দেশের শাসন ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনজু মিঞার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি নাজিমুর রহমান।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দীন সর্দার, সহসভাপতি শহীদ হোসেন, আবুল হাশেম, যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানন মোস্তাফা, বিএনপি নেতা মো. হেলাল, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গোলাম শফি দুুলু, সেকান্দর কোম্পানী, ডা. সিরাজ, যুবদল নেতা ওসমান গণি সিকদার, জাহাঙ্গীর আলম বাঁচা, বজল আহমদ, তাজ উদ্দীন, মো. বারী সুমন, কাইয়ুম হোসেন কিরণ, আকতার হোসেন, আবদুল্লাহ আল আজাদ, শফি রানা, রাজিব উদ্দীন, মো. সোহেল, রনি আহমদ, মো. আবদুর রব, মো. সোহাগ, মো. কাউসার, মো. সাইফুল, মো. এনাম, মো. সুমন ও মো. আলমগীর।
আলোচনা সভার আগে শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদের খতিব মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply