ফটিকছড়িতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তি ও পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব।

এতে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল, কৃষি অফিসার লিটন দেবনাথ, প্রাণি সম্পদ অফসার ওমর ফারুক, সমবায় অফিসার মোঃ শফিউল আলম, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, উপজেলায় মোট ৪৮টি প্রাতিষ্টানিক জলাশয় পুকুরে ২৬০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *