২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় প্রাইভেটকার চালক আইয়ুব আলী হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো রাব্বী প্রকাশ রাব্বি (২২), আল আমিন (২২), মো. সোহেল (২৫), মো. বাবু প্রকাশ ছোট বাবু প্রকাশ শাকিল (২০) ও মো. কামাল হোসেন প্রকাশ রনি (২০)।
তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, চারদিন আগে নগরীর আগ্রাবাদ চৌমুনী এলাকায় খুন হওয়া প্রাইভেট কারচালক আইয়ুব আলী হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি সদীপ।
এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় প্রাইভেট কারচালক আইয়ুব আলী (৫৫)। ঘটনার দিন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে সিআইডি মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আইয়ুব আলীর পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় মো. আইয়ুব আলী (৫৫)। নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply