চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে অল্প জ্বর ও কাশি রয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের এনডিসি মোঃ মাসুদ রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফৌজদারহাট বিআইটিআইডি থেকে পরীক্ষা করা হলে তার করোনা শনাক্ত হয়।
এর আগে গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল এর টেস্ট রিপোর্টে জেলা প্রশাসকের সহধর্মিণী ফারহানা নাহার করোনায় আক্রান্ত হন। তার হাল্কা স্বর্দি ও কাশি রয়েছে।
এনডিসি মোঃ মাসুদ রানা বলেন, আজ রাত ৯ টায় ফোজদারহাট বিআইটিআইডি থেকে করোনা ভাইরাস আক্রান্ত রিপোর্টটি নিশ্চিত করা হয়। এখন স্যারের অল্প জ্বর ও কাশি রয়েছে। এর আগে গত রবিবার চট্টগ্রাম মেডিক্যাল এর টেস্ট রিপোর্টে জেলা প্রশাসক সহধর্মিণী ফারহানা নাহার করোনায় আক্রান্ত হন।
বর্তমানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সহধর্মীনিসহ ডিসি হিলের সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply