চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র্যাব-৭। এসময় মুর্তি পাচারের অপরাধে গ্রেফতার হয় মো. মফিজ (২৮) নামে এক চোরকারি।
গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করার পাশাপাশি এ চোরকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মফিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। মুর্তিসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন।
তিনি বলেন, স্টেশন রোডের একটি ভবনের ভাড়া বাসায় কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের মূর্তি বেচা কেনা করছে এমন খবর পেয়ে বুধবার বিকেলে সেখানে আভিযান পরিচালনা করে র্যাব-৭ এর একটি টিম। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো মফিজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
পরে মফিজের হেফাজতে থাকা ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর র্যাবের জিজ্ঞাসাবাদে মফিজ স্বীকার করে কষ্টি পাথরের মূর্তিটি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে এনেছিলেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply